লিখিত এবং ভাইভা এক্সামের প্রশ্ন-ব্যাংক সাথে মক টেস্ট দেয়ার সুবিধা
স্কুলের সাথে লিখিত কিংবা ভাইভা এক্সাম ফেইস করার আগে আপনার সন্তানের কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য এবং সেই সাথে ভয় বা জড়তাকে দূর করার করার জন্য মক টেস্ট দেয়ার কোন বিকল্প নেই।
যে সেবাগুলো অন্তর্ভূক্ত থাকবেঃ
ক্লাস অনুযায়ী বিগত বছরের ১টি সম্ভাব্য প্রশ্ন-ব্যাংক থাকবে
আবশ্যিক ভাইভার জন্য থাকবে বিগত বছরের প্রশ্ন-ব্যাংক
ভয় বা জড়তা কাটাতে স্কুলের মত করে ২টি মক টেস্ট থাকবে
লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য ১টি সিলেবাস থাকবে
মক টেস্ট অনলাইন কিংবা সেন্টারে এসে দেয়ার সুবিধা থাকবে